1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
March 28, 2024, 6:11 pm

কক্সবাজার জেলাজুড়ে ডিজিটাল রিচার্জ সার্ভিস দিচ্ছে টি টেলিকম

Reporter Name
  • Update Time : Friday, June 3, 2022
  • 261 Time View

কক্সবাজার প্রতিনিধিঃ

 

কক্সবাজার জেলাব্যাপী এক অ্যাপস থেকে সকল অপারেটরে ফ্লেক্সিলোড সেবা দিচ্ছে ডিজিটাল রিচার্জ ও মোবাইল ব্যাংকিং নেটওয়ার্ক “টি টেলিকম প্রাইভেট কোম্পানী লিমিটেড”। টি টেলিকম কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলার কৃতি সন্তান তরুণ উদ্দোক্তা আমির হোসাইন এর হাতে প্রতিষ্ঠিত একটি ডিজিটাল রিচার্জ সার্ভিস কোম্পানী, এই কোম্পানীর মোবাইল অ্যাপস দিয়ে সকল অপারেটরে ফ্লেক্সিলোড থেকে শুরু করে বিকাশ,নগদ,রকেট সহ ৮টি ব্যাংকে লেনদেন করা যাবে মূহুর্তে। টি টেলিকম এর একাধিক গ্রাহকের সাথে কথা হলে তারা বলেন, আমরা এক সিমে রেজিষ্ট্রেশন করে সকল প্রকার লেনদেন করতে পারতেছি এই টি টেলিকম থেকে। কক্সবাজারের চকরিয়া উপজেলা মালুঘাট কাটাখালী এলাকার মোবাইল ব্যাংকি ব্যবসায়ী মনছুর আলম সাথে কথা হলে তিনি বলেন, আমি শত চেষ্টা করার পরও কোন কোম্পানীর রিটেলার পায়নি, গত ৩/৪ মাস আগে একদিন হঠাৎ টি টেলিকম এর সার্ভিস নিয়ে আমার সামনে হাজির হলে আমি সার্ভিস সম্পর্কে শুনে আমি টি টেলিকম এর সার্ভিস গ্রহণ করি আলহামদুলিল্লাহ খুব সুন্দর সার্ভিস দিয়ে যাচ্ছে তারা এবং একদিন পর পর সেলস অফিসার এসে ব্যালেন্স দিয়ে যায়। ঈদগাঁও, রামু ও টেকনাফ উপজেলার একাধিক গ্রাহকের সাথে কথা হলে তারাও একি কথা বলেন। টি টেলিকম সম্পর্কে কোম্পানীর ডিপোটি ম্যানেজিং ডিরেক্টর তুরশেদ ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, টি টেলিকম একটি ডিজিটাল রিচার্জ ও মোবাইল ব্যাংকিং কোম্পানী আমরা সকল প্রকার রিচার্জ ও সকল প্রকার মোবাইল ব্যাংকিং সার্ভিস, বিদ্যুৎ বিল, গ্যাস বিল ও ডিস বিল পেমেন্ট করা যাবে মূহুর্তে, এবং আরো নতুন কিছু সার্ভিস আসবে বলে জানান তিনি। গ্রাহক সার্ভিস ও অ্যাপস এর সিকিউরিটি সম্পর্কে কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর আমির হোসাইন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সফটওয়্যার ১০০% সিকিউরিটি সম্পন্ন ওটুপি সিস্টেম, আমাদের ২৪ ঘন্টা কাস্টমার কেয়ার সার্ভিস রয়েছে যা অন্য কোন টেলিকমে নেই, আমাদের টি টেলিকম এর সেলস অফিসার রা কক্সবাজার জেলা জুড়ে প্রতেক্ষ গ্রামেগঞ্জে গিয়ে টি টেলিকম এর সার্ভিস দিচ্ছে। তিনি আরো বলেন আমরা ২০২১সালে যাত্রা শুরু করলেও অনলাইনে টুকটাক কার্যক্রম চালিয়েছি ২০২২সালের জানুয়ারী মাসে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক এর ইনকর্পোরেশন সার্টিফিকেট হাতে পায় তারপরই আমরা পুরো দমে কার্যক্রম শুরু করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV