1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 3, 2024, 10:27 am

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Sunday, February 12, 2023
  • 134 Time View

স্টাফ রিপোর্টার,মোঃ রাকিবঃ

নওগাঁয় ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি ও ডাকাতি হওয়া ধান বোঝাই ট্রাক সহ ডাকাত দলের মূল হোতা সহ ৭ সদস্যকে আটক করেছে নওগাঁ জেলা পুলিশ।
আজ শনিবার নওগাঁর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোঃ রাশিদুল হক।
পুলিশ সুপার জানান গত ৯/২/২০২৩ তারিখ রাত আনুমান ৮ ঘটিকার দিকে মোঃ রাসেল নামের এক ব্যক্তি ও তার একজন সহকারি সহ মেসার্স শামসুল হক অটো রাইস মিল নীলফামারীর জন্য নওগাঁ জেলা হতে একটি ট্রাকে ২৫০ বস্তা স্বর্ণা – ৫ ধান যার মূল্য ৬ লক্ষ টাকা সহ নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন নওহাটা মোরে খাওয়া-দাওয়া করে রাত আনুমানিক সাড়ে নয়টার সময় দুটি ট্রাক একসঙ্গে নওগাঁর বদলগাছি জয়পুরহাট রোড দিয়ে নীলফামারির উদ্দেশ্যে রওনা করে। উক্ত ধান বোঝায় ট্রাকটি রাত আনুমানিক এগারোটার সময় বদলগাছি থানাধীন জিধিরপুর মৌজাস্থ্য হর্টিকালচার দক্ষিণে নওগাঁ হতে বদলগাছিগামী পাকা রাস্তার উপর পৌছিলে পিছন দিক হতে একটি নীল রঙের তিনটোনি ট্রাক ওভারটেক করে ট্রাক হতে ধান পরেছে বলে জানিয়ে ট্রাকের সামনে গিয়ে বেরিকেট দিয়ে ট্রাকটিকে থামতে বাধ্য করে এবং সঙ্গে সঙ্গে অনুমান ৮ থেকে ৯ জন ডাকাত বিভিন্ন অস্ত্র ও গাছের ডাল দিয়ে ট্রাকের বাম সাইডে দরজার গ্লাসে আঘাত করে গ্লাস ভেঙে ফেলে ও গাছের ডাল দিয়ে তাদের আঘাত এবং বুকে ছুরি ধরে মৃত্যুর ভয় দেখিয়ে চালকও হেলপারকে গাড়ী থেকে ফেলে দেয়। ডাকাতগন হেলপারের নিকট মানিব্যাগে থাকা রাস্তার খরচের নগদ অর্থ আট হাজার টাকা মানিব্যাগ সহ লুণ্ঠন করে এবং ডাকাত দলের একজন ড্রাইভিং সিটে বসে পড়ে ও তিনজন ডাকাত কেবিনে উঠে বসে এবং পালিয়ে যায়। এ বিষয়ে বদলগাছি থানার ওসিকে জানালে তিনি পুলিশ সুপার মোঃ রাশিদুল হকের নির্দেশনায় জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে লোকেশন সনাক্ত করে ডাকাত দলের এক সদস্য ও মালামালসহ ট্রাকটি উদ্ধার করে । তার দেওয়া তথ্যমতে থানা পুলিশ ৯ ও ১০ তারিখ রাতভর ও দিনে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানা, আদমদিঘী থানা, জয়পুরহাট জেলার সদর থানা, আক্কেলপুর থানা ও নওগাঁর বদলগাছি থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেন। তাদের দেওয়া তথ্যমতে ডাকাতি কাজে ব্যবহৃত তিনটোনি এস এম এল ট্রাক যার অনুমান মূল্য ১৪ লাখ টাকা উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV