1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 10, 2024, 9:32 am

নীলফামারীতে মদিনা ডায়াগনস্টিক ক্লিনিক সিলগালা ভুয়া ডাক্তারের এক বছর কারাদণ্ড

Reporter Name
  • Update Time : Saturday, January 20, 2024
  • 37 Time View

আল-আমিন,নীলফামারী 

নীলফামারী মদিনা ডায়াগনস্টিক ক্লিনিক  ভুয়া ডাক্তার এনে নিউরো চিকিৎসা সেবা দেবার সময়  ভুয়া ডাক্তারকে হাতেনাতে আটক করেছেন জেলা সিভিল সার্জন  ডা: মো: হাসিবুর রহমান।

পরে  সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করে  বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর অপরাধের ধারা অনুযায়ী  ২২/১ ধারা লংঘন ও ২২/২ ধারায়
ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেল  কে ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন,
ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা পরিচালনা করানোর অপরাধে মদিনা ডায়াগনস্টিক সেন্টার  ১ মাসের জন্য সিলগালা করার আদেশ প্রদান করে।

ফারূক হোসেন রংপুর শহরের নীলকন্ঠ এলাকার মৃত  আলিমুদ্দিনের ছেলে। ফারুক রংপুর মেডিকেলে নার্সিং অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি নিউরো মেডিসিন এর ডা: রবিউল ইসমাম এর নাম ব্যবহার করে চিকিৎসা সেবা দিয়ে আসতেন রোগীদের।

জানতে চাইলে নীলফামারী জেলা সিভিল সার্জন, ডা: মো: হাসিবুর রহমান বলেন ফারুক হোসেন মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে ডা: রবিউল ইসলাম এর নাম ব্যাবহার করে ব্যবস্থাপত্র লেখার সময় হাতেনাতে ধরা হয় তাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV