1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 18, 2024, 10:33 am

ডোমারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা

Reporter Name
  • Update Time : Monday, March 20, 2023
  • 99 Time View

বাসুদেব রায় ডোমার, নীলফামারী।

 

নীলফামারীর ডোমারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২০শে মার্চ) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে নীলফামারী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সামসুল আলমের নেতৃত্বে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে বিভিন্ন অনিয়ম ও খাদ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় বোড়াগাড়ীর দেওনাই সেতু এলাকার নিরিবিলি হোটেল মালিককে ৪ হাজার টাকা ও বোড়াগাড়ী বাজারের এক মুদি দোকানিকে ২ হাজার টাকা সহ মোট ৬ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসাবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান৷ এতে সহযোগিতা করেন ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV