1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 3, 2024, 4:17 pm

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহতের ৯ লাক্ষ টাকা নিয়ে উধাও ছিনতাই কারী

Reporter Name
  • Update Time : Friday, February 10, 2023
  • 114 Time View

 

 তপন দাস, নীলফামারী সদর প্রতিনিধি,,, 

নীলফামারীতে পিকআপের ধাক্কায় জনি আহমেদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত জনি ইকু জুট মিলের হিসাবরক্ষক। ওই সময় অপর একটি মোটরসাইকেলে থাকা অজ্ঞাত আরোহীরা দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলে থাকা চটের ব্যাগে জুট মিলের কর্মচারীদের বেতনের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। জুট মিলের মালিক এটিকে পরিকল্পিত ছিনতাই বলে দাবি করেন। তবে পুলিশ বলছে এটি একটি সড়ক দূর্ঘটনা।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাদিখোল এলাকার ইকু জুট মিলের ৫০০ গজ দূরে।

নিহত জনি আহমেদ দিনাজপুর জেলার পার্বতীপুরের বাঘাচড়া গ্রামের বজলার রহমানের পুত্র। ওই মোটরসাইকেলে থাকা অপর আরোহী ইকু জুট মিলের কম্পিউটার অপারেটর কাজী আব্দুর রাজ্জাক (৩৮) গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

ইকু জুট মিলের স্বত্ত্বাধিকারী সিদ্দিকুল আলম এটিকে পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা দাবি করে জানান, মিলের হিসাবরক্ষক জনি ও কম্পিউটার অপারেটর রাজ্জাক রাত আনুমানিক ৯টার দিকে সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়াস্থ ইকু গ্রুপের অফিস থেকে মিলের কর্মচারীদের সাপ্তাহিক বেতনের টাকা নিয়ে যাচ্ছিলেন। তারা একটি চটের বস্তায় সাড়ে ৯ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে মিলের উদ্দেশ্যে রওনা দেয়। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌছালে পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেল আরোহী মিলের হিসাবরক্ষক জনি এবং গুরুতর আহত হয় কম্পিউটার অপারেটর রাজ্জাক। ওই সময় পিকআপের পেছনে থাকা অপর একটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা ওই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ জানান, খবর পেয়ে নীলফামারী ও সৈয়দপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পিকআপ (ঢাকা-ন-২০-৪৪০৯) ও নিহতের মোটরসাইকেলটি জব্দ করে। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি দূর্ঘটনা। তবে টাকা ছিনতাইয়ের অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV