সিহাব হাচান শাসন স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর ডোমার উপজেলায় অভ্যন্তরীণ বোরোধান ও চাল সংগ্রহ কার্যক্রম-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬শে মে) ডোমার পৌরসভার সাহাপাড়া স্থ এলএসডি গোডাউনে খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনিছুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা ঋষিকেশ দেব শর্মা, ডোমারের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল, চিলাহাটির খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমূখ।
Leave a Reply