1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 3, 2024, 12:20 pm

জলঢাকা পৌর নির্বাচন শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান  জলঢাকা নীলফামারী  প্রতিনিধি
  • Update Time : Saturday, January 30, 2021
  • 450 Time View
 শনিবার  নীলফামারীর জলঢাকায় তৃতীয়  ধাপের পৌরসভা নির্বাচন শান্তি পুর্ণভাবে অনুষ্ঠিত। এ নির্বাচনে পৌরসভার নয়টি ওয়ার্ডের  ১৫টি ভোট কেন্দ্রে ১০০টি বুথে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
 হিমালয়ের  কাছে হওয়ায় হিমেল হাওয়া  প্রবাহিত হওয়ার  পরেও ভোটারগন সকাল আটটায় ভোট গ্রহন শুরুর আগেই ঠান্ডা  বাতাস ও শীত উপেক্ষা করে ভোটকেন্দ্রে
আসতে দেখা গেছে।
 ভোট কেন্দ্রের ভেতরেও দেখা গেছে ভোটারদের লাইন।
বিশেষ করে পুরুষ ভোটার চাইতে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বেশী
 এ অবস্থা চলতে দেখা গেছে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে।
 ভোট গ্রহন শুরুর আগেই ভোটাররা ভোট কেন্দ্রে এসে শান্তি পুর্ণ ভাবে লাইনে  দাঁড়িয়ে উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
 ভোট গ্রহন শুরু হওয়ার পর বেলা বাড়ার সাথে  সাথে বাড়তে থাকে ভোটারের সংখ্যা।
সকাল এগারোটা থেকে ১২ পর্যন্ত   বিভিন্ন  ভোট  কেন্দ্রে ভোট পরেছে সন্তোষজনক।
আইডিয়াল কলেজ মহিলা ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৭৯ জন ভোট পরেছে প্রায় ১ হাজার । কাজিহাট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ৩ হাজার ৫ শত১৬ জন ভোট পরেছে প্রায় ২ হাজার, ঘুঘুর ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ২ হাজার ৫ শত ৪৬ জন,ভোট পরেছে প্রায় ১ হাজার ৭ শতর মতো।
প্রিজাইডিং কর্মকর্তা মীর হাসান আল বান্না জানান, ভোট গ্রহন  শুরুর আগে ভোটারা  লাইনে এসে দাড়িয়ে শান্তিপুর্ণ ভাবে ভোট দেন।
ভোট কেন্দ্রগুলোর ভোটার সংখ্যা জানান দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা।
জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ হাজার ৭৯৬ জন। সকাল ১০ টা পযর্ন্ত  সেখানে ভোট পড়েছে ১৩ ভাগ।
সকাল সাড়ে নয়টায় আলহাজ মোবারক হেসেন অর্ণিবান বিদ্যাতীর্থ বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস হোসেন বাবলু।
ভোট প্রদান শেষে তিনি বলেন,‘ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে।
ভোটারদের উপস্থিতি সন্তোষ জনক বলে জানান।  মেয়র প্রার্থিরা নিজ নিজ ভোট কেন্দ্রে তাদের ভোট প্রদান করেন।
এ পৌর নির্বাচনে মেয়র পদে  ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের মো. মোহসীন (নৌকা), বিএনপির বর্তমান পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট (ধানের শীষ), জাতীয় পার্টির আফরোজা পারভিন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস হোসেন বাবলু (নারিকেল গাছ), জিয়াউর রহমান চৌধুরী জিয়া (জগ), সাবিনা ইয়াছমিন (মুঠোফোন)।
৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪২জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের তিনটি পদে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।
পৌর সভার  মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৬শত ৩৪ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১৬ হাজার ৭শত ১৩ জন।
জলঢাকা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন চলছে। এদিকে পৌর নির্বাচনে জেলা প্রশাসন, ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছেন। তাছাড়া  নির্বাচন চলাকালীন সময়ে  কোথাও  কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়াযায়নি। ভোটাররা জানান শান্তি  পুর্ন পরিবেশে ভোট গ্রহন শেষ হলেও গণনার পরে জানা যাবে করে হচ্ছেন পৌর পিতা। এ-ই আগে্রহে রয়েছে সবাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV