1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
March 29, 2024, 4:34 am

#নীলফামারী_জেলা_পুলিশের_মাসিক_অপরাধ_পর্যালোচনা_সভা_অনুষ্ঠিত_

একরামুল হক স্টাফ রিপোর্টার,
  • Update Time : Friday, November 27, 2020
  • 603 Time View

#নীলফামারী_জেলা_পুলিশের_মাসিক_অপরাধ_পর্যালোচনা_সভা_অনুষ্ঠিত_ মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার,,, এই শ্লোগানকে সামনে রেখে আজ ২৬ নভেম্বর ২০২০ তারিখ পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারী এর কনফারেন্স রুমে সকাল ১১ঃ০০ ঘটিকায়,সম্মানিত পুলিশ সুপার #জনাব_মোহাম্মদ_মোখলেছুর_রহমান_বিপিএম_পিপিএম_মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় অক্টোবর ২০২০ মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য প্রদত্ত পুরস্কার অফিসারদের হাতে তুলে দেন। অক্টোবর/২০২০ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য ০৯ জন পুরস্কৃত হন। ১) #শ্রেষ্ঠ_এসআই জনাব মোঃ নুর ইসলাম, নীলফামারী সদর থানা, নীলফামারী। ২) #বিশেষ_পুরস্কার (অপহরণ মামলার রহস্য উদঘাটন)জনাব মোঃ পরিতোষ চন্দ্র রায়, নীলফামারী সদর থানা, নীলফামারী। ৩) #বিশেষ_পুরস্কার (চোরাই গরু উদ্ধার ও আসামি গ্রেপ্তার) জনাব মোঃ আরমান আলী, নীলফামারী সদর থানা, নীলফামারী। ৪) #বিশেষ_পুরস্কার (অপহরণ মামলা রহস্য উদঘাটন) জনাব মোঃ মোকছেদুল হক, জলঢাকা থানা,নীলফামারী। ৫) #বিশেষ_পুরস্কার (চোরাই গরু উদ্ধার ও আসামি গ্রেপ্তার) জনাব অনন্ত মোহন রায়, ডিমলা থানা, নীলফামারী। ০৬) #বিশেষ_পুরষ্কার (চোরাই মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার) জনাব মোঃ সাহিদুর রহমান, সৈয়দপুর থানা, নীলফামারী। ০৭) #শ্রেষ্ঠ_ট্রাফিক_সার্জেন্ট জনাব জাহিদুল ইসলাম, সার্জেন্ট সদর ট্রাফিক, নীলফামারী। ০৮) #বিশেষ_পুরস্কার (বিট পুলিশিং) জনাব সাইফুল ইসলাম, সদর থানা,নীলফামারী। ০৯) #বিশেষ_পুরস্কার জনাব স্বপন রায়, জিআরও, সদর কোর্ট নীলফামারী। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান,জনাব এ.এস.এম. মুক্তারুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার(সদর-সার্কেল),নীলফামারী,জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর),নীলফামারী,জনাব অশোক কুমার পাল,অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর-সার্কেল),নীলফামারী, জনাব মোঃ আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (সিআইডি), নীলফামারী জেলা, জনাব জয়ব্রত পাল,সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার-সার্কেল), নীলফামারী, পুলিশ পরিদর্শক (ক্রাইম), ছয় থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)গণসহ অন্যান্য কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV