1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 27, 2024, 5:46 am

নীলফামারী-৩ এ নবনির্বাচিত এমপি হলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা সাদ্দাম হোসেন পাভেল,,,

Reporter Name
  • Update Time : Monday, January 8, 2024
  • 44 Time View

তিস্তা টিভি ডেক্স, 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল। নীলফামারীর-৩ জলঢাকা আসনের মোট ১০৫ টি কেন্দ্রের ফলাফলে সাদ্দাম হোসেন পাভেলের বিজয় নিশ্চিত হলে তার সমর্থকগণ তাকে ফুলেল শুভেচছা জানান, কর্মী, সমর্থক ও নেতাকর্মীরা। উপজেলা পরিষদ চত্বর ও পৌরশহরে।পরে তিনি জিরোপয়েন্ট মোড়ে দাড়িয়ে ভোটার, নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ১টি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন নিয়ে গঠিত জলঢাকা আসন। ১ম বার নির্বাচনে অংশগ্রহণ করলেও কোন প্রার্থী শক্ত প্রতিদ্বন্দিতা করতে পারেনি সাদ্দাম হোসেন পাভেলের সাথে।

নীলফামার-৩ আসনে পাভেলের বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছিল হেভিওয়েট প্রার্থী বর্তমান এমপি মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা’র সহধর্মিণী মার্জিয়া সুলতানা ও সাবেক এমপি কাজি ফারুক কাদেরসহ ৮ জন প্রার্থী।
১৪১১৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয় সাদ্দাম হোসেন পাভেল। কাঁচি প্রতীকে ৩৯২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা। তিনি ভোট পেয়েছেন ২৫২০৫ ভোট। এছাড়াও অন্য ২ হেভিওয়েট প্রার্থী জাতীয় পার্টির রানা (অবঃ) মোহাম্মদ সোহেল লাঙল প্রতিকে ১০২২৮, স্বতন্ত্র প্রার্থী কাজী ফারুক কাদের কেটলি প্রতিকে ৯৯২৫ ভোট পান। অন্যান্য প্রার্থীদের মধ্যে তৃণমুল বিএনপির খলিলুর রহমান সোনালী আঁশ প্রতিকে ২৪৮, বাংলাদেশ কল্যাণ পার্টির বাদশা আলমগীর হাতঘরি প্রতিকে ১০৮১, গণতন্ত্রী পার্টির মোজাম্মেল হক কবুতর প্রতিকে ১১৯৩, স্বতন্ত্র প্রার্থী আবু সাইদ শামীম মোড়া প্রতিকে ৩৮ ও স্বতন্ত্র প্রার্থী হুকুম আলী খান ট্রাক প্রতিকে ৯৪ ভোট পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV