1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 27, 2024, 10:47 pm

নীলফামারীর ডিমলায় জেবেল রহমান গানি বলেন দেশে রাজনৈতিক সংকট চলছে :

Reporter Name
  • Update Time : Saturday, October 8, 2022
  • 263 Time View

মোহাম্মদ আলী সানু নিজস্ব প্রতিনিধিঃ

দেশে রাজনৈতিক সংকট চলছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি। রাজনৈতিক কারণে দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। জনগন দুর্নীতি ও দুবৃর্ত্তায়নের কারণে অতিষ্ট। এ অবস্থা থেকে জনগনকে মুক্তি দিতে প্রয়োজন বিকল্প দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি। শুক্রবার (০৭ অক্টোবর) নীলফামারীর ডিমলা ভবন প্রাঙ্গনে ডিমলা উপজেলার জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া হোসেন রাজু’র নেতৃত্বে পাঁচ শতাধিক নেতা-কর্মীর বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’এ যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় পার্টি (জাপা), বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগদান করেন। এসময় জেবেল রহমান গানি আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার দায়িত্ব রাজনীতিকদের, বিশেষ করে যারা চালকের আসনে আছেন তাদের। আর গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে সেটা রাজনীতিকদের ভুল ও একগুয়েমির কারণেই হয়। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার অন্যতম পূর্বশর্ত হল সংলাপ-সমঝোতা ও সকলের মতামত যা বাংলাদেশের রাজনীতিতে অনুপস্থিত। ফলে যে কোনো অপশক্তির উদ্ভব ঘটার সমূহ আশংকা রয়েছে। এমনটি হলে এর প্রথম শিকার হবেন রাজনীতিকরা, যেমনটি হয়েছিল এক-এগারোর প্রেক্ষাপটে। তাই রাজনৈতিক নেতাদের দ্রুত সংলাপে বসে সংকটের সমাধান করতে হবে। দেশকে বিপর্যয় থেকে রক্ষা করতে হবে। প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বাংলাদেশ ন্যাপ-এ যোগদানকারী নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে বলেন, ———- বাংলাদেশ ন্যাপ ডিমলা উপজেলা সমন্বয় কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক আবদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার মশিউর রহমান গানি—– বক্তব্য রাখেন দলের প্রবীণ নেতা ওয়াহেদুর রহমান ——-লুৎফর রহমান ——–ডোমার উপজেলা বাবু জগবন্ধু রায় —– সদ্য যোগদানকারীদের মধ্যে জাতীয় পার্টি ডিমলা উপজেলা সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু, তিনি বলেন ——-যুগ্ম সম্পাদক আবদুল মতিন, আমজাদ হোসেন লিখন, ডিমলা সদর ইউনিয়ন সভাপতি দুলাল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় পার্টি ডিমলা উপজেলা সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু, যুগ্ম সম্পাদক আবদুল মতিন, আমজাদ হোসেন লিখন, দপ্তর সম্পাদক আবদুস শুক্কুর, নেত্বত্বে পাঁচ শতাধিক নেতা-কর্মী যোগদান করেন। আরো যোগ দান করেন জাপার ডিমলা সদর ইউনিয়ন সভাপতি দুলাল ইসলাম, বালাপাড়া সভাপতি আবদুল জাব্বার, পশ্চিম ছাতনাই সভাপতি জালাল উদ্দীন, সাবেক সরকারী কর্মকর্তা বিশ্বনাথ সিংহ রায়, খগাখড়িবাড়ী ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন খান রাজু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV