1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 7, 2024, 10:34 am

নওগাঁয় সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে “সোনালী ব্যাংকের গ্রাহক এখন তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন” … চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী

Reporter Name
  • Update Time : Sunday, March 20, 2022
  • 324 Time View

স্টাফ রিপোর্টার,মোঃ রাকিব :

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী বলেছেন সোনালী ব্যাংকের আড়াই কোটি গ্রাহক এখন তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন এবং বিকাশ থেকে সোনালী ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমাও দিতে পারবেন। ফলে গ্রাহক ব্যাংকিং সময়সীমার মধ্যে নির্ধারিত শাখায় গিয়ে লেনদেনের বাধ্যবাধকতা এড়িয়ে প্রয়োজন অনুযায়ী যেকোনো স্থান থেকে দিন-রাত ২৪ ঘণ্টা লেনদেন করার আরও স্বাধীনতা পেলেন। তিনি আরো বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের মানুষের জীবনমানের সার্বিক উন্নয়নে এ যৌথ সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশজুড়ে সোনালী ব্যাংকের এক হাজার ২২৫টি শাখার সব গ্রাহকের জন্য ব্যাংকিং লেনদেন আরও সহজ এবং সময় ও খরচ সাশ্রয়ী হলো। একইসঙ্গে বিকাশের মাধ্যমে ছোট অঙ্কের এসব লেনদেন সুবিধা ব্যাংকের শাখাগুলোর ওপর চাপ কমিয়ে দিয়ে বিশেষায়িত সেবার জন্য সেখানে আসা গ্রাহকদের প্রতি বাড়তি মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি করলো। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে অনলাইন সেবার মাধ্যমে স্কুল, কলেজ মাদ্রাসা শিক্ষার্থীদের ফ্রী/চার্জ আদায় করার লক্ষে সোনালী ব্যাংক লিমিটেড-এর সাথে নওগাঁর ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন। রোববার (২০ মার্চ) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রথমেই জাতীয় সংগীতের মাধ্যমে দাড়িয়ে সম্মান প্রদর্শন এবং পরে বঙ্গবন্ধুসহ দেশের সকল শহীদদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়। নওগাঁ-২ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিহাব রায়হান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রফিক, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান। এছাড়াও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার সুবাস চন্দ্র দাস, রাজশাহী কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহাদাত হোসেন, মোঃ মোস্তফা আলী সিদ্দিকী, সোনালী ব্যাংক নওগাঁ প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আহসান রেজা, রাজশাহী অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোরশেদ ইমাম, প্রধান কার্যালয়ের এজিএম জহিরুল ইসলাম, আল মামুন, সোনালী ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার হাফিজার রহমানসহ নওগাঁ জেলার ১০০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। পরে নওগাঁ জিলা স্কুলে “স্কুল ব্যাংকিং ডে” উদযাপন করে শিক্ষার্থীদের হিসাব খোলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV