মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে সভায় আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বক্তব্য দেন, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: মোহাম্মদ ফিরোজ জামান জুয়েল, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা বিএমএ’র সভাপতি ডা: আবু মো: খয়রুল কবীর, জেলা আ’লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। এর আগে হাসপাতালে নতুন লাইফ সেভিং এ্যাম্বুলেন্স উদ্বোধন করেন রমেশ চন্দ্র সেন এমপি।
Leave a Reply