কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে বোরো ধান ও গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। চলতি মৌসুমে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ১হাজার ৫৫৩ মে.টন চাল ও ১০৫ মে.টন গম সংগ্রহের টার্গেট নির্ধারণ করা হয়েছে। প্রতিজন কৃষক সর্বোচ্চ ১টন ধান বা গম সরবরাহ করতে পারবেন। সরকারিভাবে ধানের মূল্য কেজিতে ২৭ টাকা এবং গমের মূল্য ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামি ৭ মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু করা হবে।
মঙ্গলবার দুপুরে শহরের সদর এলএসডি অফিসে কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মাহবুব হাসান, জেলা খাদ্য পরির্দশক পারভেজ হাসান, মিল মালিক সমিতির সভাপতি মাহবুবার রহমান প্রমুখ।
Leave a Reply