কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে মাইদুল ইসলাম(৪০) নামের এক সেনাবাহিনীর ভূয়া মেজরকে আটক করেছে রাজারহাট থানা পুলিশ।
শুক্রবার ভোরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির মুশরুত নাখেন্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।সে ওই এলাকার মকবুল হোসেনের পুত্র।
জানা গেছে, গ্রেফতারকৃত মাইদুল ইসলাম নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে কুমিল্লা জেলার এক যুবককের কাছ থেকে ৭ লাখ ৭০হাজার টাকা হাতিয়ে নিয়েছে। সে সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। এমনকি প্রতারণাকালে সে বিভিন্ন স্থানে নিজের ভিন্ন ভিন্ন পরিচয় দিত।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজু সরকার জানান, গ্রেফতারকৃত ভূয়া মেজর মাঈদুল ইসলামের কাছ থেকে সেনাবাহিনীর ভূয়া আইডি কার্ডসহ প্রতারণার বিভিন্ন কাজগপত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply