নিজস্ব প্রতিবেদক:
নীলফামারীর জলঢাকায় কেক কেটে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো বাংলাদেশ ছাত্রলীগ জলঢাকা উপজেলা শাখা । শনিবার এ উপলক্ষে পৌর আওয়ামী লীগ অফিস কার্যালয়ে আলোচনার সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি হাদিউজ্জামান হাদির সভাপতিত্বে রালিতে অংশ নেন সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ হোসেন রুবেল,পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহসীন আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের,উপজেলা সৈনিক লীগ সভাপতি ও বালাগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন, জলঢাকা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার রশীদ,যুবলীগ নেতা রাজিব চৌধুরী,শাহিনুর ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আজম সরকার। সভায় বক্তারা বলেন, শিক্ষা, শান্তি ও প্রগতির বার্তা বাহক হচ্ছে ছাত্রলীগ। বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তাই ছাত্রলীগকেও অসাম্প্রদায়িক চেতনাকে এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশ উন্নয়নে কাজ করতে হবে। সর্বদা নীতি নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধের চর্চা ও ইতিবাচক দিকগুলো বেছে নিয়ে এবং জনগণের আস্থা অর্জনের লক্ষে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা একদিন জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গরতে পারব।
Leave a Reply