1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
October 21, 2024, 9:26 pm

ডোমারে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত

Reporter Name
  • Update Time : Sunday, December 17, 2023
  • 62 Time View

বাসুদেব রায়, ডোমার উপজেলা প্রতিনিধি:

স্বাধীন বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে আজ।

শনিবার (১৬ই ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন করেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, ও ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।

জাতীয় পতাকা উত্তোলনের পর বিভিন্ন বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউটস, রোভার, গার্লস গাইড সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন সহ জাতীয় ধ্বনি ‘বাংলাদেশ চিরজীবী হোক’ সমস্বরে উচ্চারিত হয়। এরপর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

সকাল ৯টায় কুচকাওয়াজে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কুশীলবরা অভিবাদন মঞ্চে সালাম জানিয়ে মাঠ ত্যাগ করেন। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পরিবেশনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে প্রদর্শিত হয়। পরে, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণীর মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, ফায়ার সার্ভিসের ডোমার স্টেশন ইনচার্জ সাইয়েদ মোঃ ইমরান প্রমুখ সহ বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সুধীজন।

এর আগে, সকাল পৌনে ৭টায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সকাল ৭টার দিকে হৃদয়ে স্বাধীনতা স্মৃতিসৌধের শহীদ বেদীতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে পুষ্পমাল্য অর্পণ করেন ডোমারবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV