1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
October 21, 2024, 9:26 pm

নীলফামারীতে দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান

Reporter Name
  • Update Time : Monday, March 27, 2023
  • 100 Time View

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ও যুব উন্নয়ন অধিদপ্তর এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলার সহযোগিতায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কেমন দেখতে চাই আগামীর নীলফামারী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৭ই মার্চ নীলফামারী জেলা যুব ভবনের সম্মেলন কক্ষে সকাল ১১ টা হতে দুপুর ২টা পর্যন্ত দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর জেলার সহযোগিতায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কেমন দেখতে চাই আগামীর নীলফামারী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শেষে উক্ত অনুষ্ঠানের অতিথি বৃন্দের মাঝে সন্মননা স্মারক প্রদান করা হয়।

নীলফামারী সদর উপজেলার যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ দিলগীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ শহীদুল ইসলাম সরকার, জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক হুসনে আরা খাতুন, নীলফামারী সরকারি কলেজের
সহকারী অধ্যাপক মোঃ নূরুল করিম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হাসান আলী, নীলফামারী সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোঃ আবুল হাসেম,শহর সমাজসেবা অফিসার মোঃ হৃদয় হোসেন প্রমুখ। পরিচালনায় ও ধন্যবাদ জ্ঞাপন করেন দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুপালী বেগম, ইউএসকেএস নারী পরিষদের সাধারন সম্পাদক ফরিদা খানম, নবরুপা নারী কল্যাণ সমিতির সভাপতি সেলিনা চৌধুরী, নীলফামারী পৌরসভার সংরক্ষিত ১.২.৩ ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী রত্না রানী রায়, আশার প্রদীপ মহিলা কল্যাণ সমিতির সভাপতি উম্মে কুলসুম সুন্দরী, এমএসডিএফ বাংলাদেশ এর চেয়ারম্যান মোঃ মারুফ হোসেন, পঞ্চগড় জেলা যুব ফোরামের সভাপতি আল-আমিন, আসমানী সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শিরিন আক্তার আশা, বন্ধু যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দ্বীপ্তমান নারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বৈশাখী, নতুন স্বপ্ন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ছবি রাণী রবিদাশ, রিতা মহিলা উন্নয়ন সংস্থা সভাপতি রিতা বেগম, নীলফামারী জেলা যুব ফোরামের সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান খান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আবিদা সুলতানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: ছোটন মিয়া, উদ্যোক্তা কাজী সেবকা হক বকুল, ইয়াসমিন আক্তার তুলি, রিতা বেগম, জাতীয় ঘটক কল্যাণ সোসাইটি নির্বাহী সদস্য কায়েদ-ই- আযম রাজু প্রমুখ।

দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন বলেন, দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থা ও এর অঙ্গ সহযোগী প্রতিষ্ঠান সরকার ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ‘এর চারটি মূল ভিত্তি স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ গঠনের ক্ষেত্রে কাজ করবে। সরকারের প্রতিটি উন্নয়নমূলক কাজে সর্বোচ্চ ভাবে পাশে থেকে কাজ করেছিল ও আগামীতে করে যাবে।

মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, উদ্যোক্তা ও যুব সংগঠনের নেতৃবৃন্দ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় সম্পর্কে গুরত্বপূর্ণ মতামত প্রদান করেন।

বক্তারা বলেন, যেই ডিজিটাল বাংলাদেশ নির্মাণ নিয়ে এক সময় ছিল জল্পনা-কল্পনা, তা আজ বাস্তবতা। ডিজিটাল বাংলাদেশ নিয়ে যারা সমালোচনা করেছেন তারা নির্বাক হয়ে গেছে বাংলাদেশের সাফল্যে। দেশের ভূখণ্ড ছাড়িয়ে বিশ্বের বুকে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে প্রশংসিত বাংলাদেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার পথে।
ডিজিটাল বাংলাদেশ নির্মাণে যেই প্রতিজ্ঞা করা হয়েছিল তা পরিপূর্ণতা পেয়েছে ২০২১ সালে। এবার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তাঁর সেই স্বপ্নকে বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকায় ইতিমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়। আগামী ২০৪১ সালে, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV