মোঃ আব্দুল হামিদ সরকার, ডিমলা, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শঠিবাড়ী বাজারে ২৯-অক্টো/২২ রাত আনুমানিক ০২:৩০/০৩:০০টা গরু হাটির পার্শ্ববর্তী গলি মীম টেইলার্সে থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান, এলাকাবাসী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে অধিদপ্তর নীলফামারী উপ-পরিচালক মোঃ এনামুল হক এবং তার ই নেতৃত্বে দমকল বাহিনীর সদস্যরা প্রায় ঘন্টাব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।ব্যবসায়ী রা এ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০/১২ টি দোকান পুড়ে ছাই হয়েছে,তার বর্তমান বাজার মূল্য অর্ধ কোটি টাকার বেশি ।ধারণা করা গেছে বিদ্যুৎ এর শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ।
Leave a Reply