সিহাব হাচান শাসনঃ স্ট্যাফ রিপোর্টার,
আজ শুক্রবার ০৯/০৮/২০২৪
দেশের চলমান প্রস্থিতিতে ডোমার উপজেলার সকল হাট বাজার ডোমার বাজার সহ বিভিন্ন স্থানে আনসার ও ভিডিপির সদস্যরা যানযট নিরসন সহ বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ
ভুমিকা রাখছে।
ডোমার উপজেলা প্রধান সরক যানযট নিয়ন্ত্রনে দেখা য়ায় ডোমার আনসার ভিডিপি কম্পানি কমান্ডার মোঃ হালিম রহমান সহকারী কোম্পানি কমান্ডার আব্দুস সালাম পৌরসভা ওয়ার্ড দলনেতা সারোয়ার রহমান, রতন রায় জিয়ারুল ইসলাম ওয়ার্ড দলনেতা আনারুল ইসলাম।
ডোমার উপজেলা কর্মকর্তা কল্পনা রানী বলেন উপজেলা প্রশিক্ষ রুবেল ইসলাম সহ আমারা ডোমার উপজেলার সকল হাট বাজার পরিদর্শন করছি এবং সকল হাট বাজার সহ বিভিন্ন এলাকায় আনসার ভিডিপির সদস্যদের ডিউটি পালনে নিয়োজিত রেখেছি বর্তমান পরিস্থিতিতে আমরাও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি।
Leave a Reply