কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর বাইসাইকেল চুরির সাথে জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কুড়িগ্রাম সদরের হিঙ্গনরায় গোরস্থান পাড়ার বাবু মিয়ার মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী সৃতি আক্তার(১৪) বাইসাইকেল দিয়ে স্কুলে যাতায়াতসহ প্রয়োজনীয় কাজকর্ম করতো। গত ২২ এপ্রিল দুপুরে গরুর খাবার আনার জন্য মিস্ত্রিপাড়া এলাকায় গেলে মেয়েটির সাইকেলটি চুরি হয়ে যায়। এ বিষয়ে কুড়িগ্রাম থানায় একটি মামলা রুজু করা হয়। পরে কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামী সনাক্ত করে এবং চুরির সাথে জড়িত মূলহোতা সদর উপজেলার পলাশবাড়ী আমবাড়ী এলাকার রানা মিয়া (২৮)কে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী শিবরাম সরদারপাড়া এলাকার মোঃ দুলু মিয়া (৪০)কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। তার বসতবাড়ীর টিনসেড ঘর থেকে চুরি হওয়া বাইসাকেলসহ আরও ৬ টি বাইসাইকেল উদ্ধার করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত দুই আসামী কুড়িগ্রাম থানা এলাকার অভ্যাসগত চোর। তাদেরকে চোরাই মালামালসহ গ্রেফতার করেছে পুলিশ। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply