আল-আমিন,নীলফামারীঃ
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থেকে ফেন্সিডিলসহ দুই মাদক
ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি
আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, লালমনিরহাট জেলার কালীগঞ্জ
থানাধীন ৭নং চলবলা ইউনিয়নের নিথক গ্রামের মোঃ আবুল হোসেন (৩২) পিতা-মোঃ
আব্দুল আজিজ এর বসত বাড়িতে মাদকদ্রব্য তথা ফেন্সিডিল ক্রয়-বিক্রয় হচ্ছে। এই গোপন
তথ্যের ভিত্তিতে ০৫ ফেব্রুয়ারি সন্ধ্যায়
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৭নং চলবলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ নিথক গ্রামে অভিযান
পরিচালনা করে ৪৭৮বোতল ফেন্সিডিলসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী ১)
মোঃ আবুল হোসেন (৩২), পিতা-মোঃ আব্দুল আজিজ, মাতা-মোছাঃ রাবিয়া বেগম, সাং-
নিথক (ঢাকাইটারী), ২) মোঃ মরম আলী (৩৫), পিতা-মোঃ সাজু মিয়া, মাতা-মোছাঃ শহর
বানু, সাং-ময়নার চরা চন্দন পাট, উভয় থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট দ্বয়কে গ্রেফতার
করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত আসামীদ্বয় জানায় যে, তারা দীর্ঘদিন
যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। তারা বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ
ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান পার্শ্ববর্তী দেশ হতে পাচার করে লালমনিরহাট
জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি মাদক মামলা করা হয়েছে এবং আসামীদের
সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply