মোঃ জাহিদ হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
নির্বাচনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ র্যাব ১৪ এর অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ হলরুমে রৌমারী ও রাজিবপুর উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
র্যাব ১৪ এর অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব কাজ করছে। রাজিবপুর উপজেলায় র্যাবের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে রৌমারী ও রাজিবপুর উপজেলায় টহল জোরদার করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতার অপচেষ্টা চালালে তা কঠোরভাবে দমন করা হবে।
তিনি আরো বলেন, কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার সীমান্ত দিয়ে মাদক পাঁচার হয়ে বাংলাদেশে আসে, মাদক নির্মূলে জেলা পুলিশ ও র্যাব ১৪ এর সদস্যরা কাজ করছে। নির্বাচন সংক্রান্ত কিংবা যেকোন ধরনের তথ্য দিয়ে র্যাবকে সহযোগিতার আহবান জানান র্যাবের এই কর্মকর্তা।
Leave a Reply