মোঃ রাকিব, ব্যুরো প্রধান, রাজশাহী বিভাগঃ
নওগাঁয় যথাযত মর্যাদায় মহান বিজয় দিবস পালিত ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সূর্য দয়ের সাথে সাথে শহরের বাইপাস মোড়ে আব্দুল জলিল চত্ত্বরে বিজয় স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নওগাঁ জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রসাশক গোলাম মাওলা, এর পর যথাযথভাবে পুলিশ সুপার নওগাঁ,নওগাঁ জেলা আওয়ামীলীগ ও এর অংগসংগঠন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখা এবং বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠন পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এতে বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়।
পরে বীর মুক্তিযোদ্ধাগণ ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে জেলা প্রশাসন নওগাঁ এর আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত¡রে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ গোলাম মওলা, জেলা প্রশাসক, নওগাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অল রশিদ,পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সিরাজুল ইসলাম আনসারী, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম সামদানী।
Leave a Reply