মোঃ রাকিব, ব্যুরো প্রধান, রাজশাহী বিভাগঃ
র্যাবের যৌথ অভিযানে নওগাঁর ধামুরহাট থেকে অপহৃত ভিকটিমকে গাজীপুর থেকে উদ্ধার ও মূলহোতা নুরনবীকে গ্রেফতার করেছে র্যাব।
আজ মঙ্গলবার র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে ল্যাব ৫ সিপিসি ৩ জয়পুরহাট র্যাব ক্যাম্প।
র্যাব জানায়, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক, স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এবং সিনিয়র এএসপি রানা (র্যাব-১) এর নেতৃত্বে গতরাত পৌনে একটায় গাজীপুর জেলার বাসন থানা এলাকা হতে ভিকটিম মোছাঃ মৌসুমী আক্তারকে উদ্ধার এবং অপহরণ মামলার মূলহোতা ও ১নং এজাহার নামীয় আসামী মোঃ নুর নবীকে গ্রেফতার করে র্যাব। পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-দিওড়, থানা ও জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করে। ভিকটিম মোছাঃ মৌসুমী আক্তার নওগাঁ জেলার ধামুইরহাট থানার পোড়ানগর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী এবং আসামী মোঃ নুর নবী জয়পুরহাট জেলার সদর থানার দিওর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
র্যাব আরও জানায়,ভিকটিম মৌসুমী আক্তার (২৮)কে গত ২৩ অক্টোবর ২০২৩ তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে অপহরণ করে মোঃ নুরনবীসহ কয়েকজন।পররর্তীতে ভিকটিম এর স্বামী বাদী হয়ে ২৬/১০/২০২৩ তারিখে ধামুইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নুরনবীকে ১ নং আসামী করে ৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে। মামলার সূত্র ধরে গাজীপুর জেলার বাসন থানা এলাকা হইতে এজাহারনামীয় ১ নং আসামী মোঃ নুরনবীকে (৩২), কে গ্রেফতার করে এবং ভিকটিম মৌসুমীকে উদ্ধার করে র্যাব।
Leave a Reply