বাসুদেব রায়, ডোমার উপজেলা প্রতিনিধি:
ফুটবলে নারীদের এগিয়ে নিতে ভিন্ন মাত্রায় নীলফামারীর ডোমারে প্রথমবারের মতো ‘উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ। প্রথম ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে রংপুর জেলা নারী ফুটবল দল।
শনিবার (২রা ডিসেম্বর) বিকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ফুটবল একাডেমির আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত নারী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক।
এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নারী ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক তোফায়েল আহমেদ।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে অংশগ্রহণ করে পঞ্চগড় জেলা নারী ফুটবল দল বনাম রংপুর জেলা নারী ফুটবল দল। এতে পঞ্চগড় জেলা নারী ফুটবল দলের বিপক্ষে শিলার ২টি ও রূপার ১টি জয়সূচক গোলে ৩-০ ব্যবধানে জয় পায় রংপুর জেলা নারী ফুটবল দল।
খেলায় আরও উপস্থিত ছিলেন—ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, ডোমার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক করিমুল ইসলাম, সহ-সভাপতি আরমিন আক্তার জাহান, জেলা পরিষদ সদস্য ও বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমেদ ডন, সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফিরোজ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, স্বাগতিক ডোমার নারী ফুটবল দল, রংপুর বিভাগের ৬টি জেলা ও রাজশাহী বিভাগের একটি জেলা নারী ফুটবল দল সহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট।
Leave a Reply