নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতি রোমন্থনে চা-চক্র ও মতবিনিময় করা হয়।
ঢাবিয়ান নীলফামারীর আয়োজনে
সোমবার সন্ধ্যা ৬ টা হতে রাত ৮ টা পর্যন্ত স্কাই ভিউ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতি রোমন্থনে চা-চক্র ও মতবিনিময় করা হয়।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুপালী ব্যাংক লিমিটেড, ঢাকা সাবেক সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা বিলকিস আরা বেগম, র্যাব-১৩, সিপিসি-২ এর সিনিয়র এ.এস.পি সালমান নুর আলম, নীলফামারী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মো: ওমর ফারুক, সহকারী অধ্যাপক মো: নূরুল করিম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সহকারী পরিচালক মো: সামিম আজাদ পল্লব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শামসুল আলম , নীলফামারী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোখলেছুর রহমান চৌধুরী দুলাল, পলাশবাড়ী কলেজের শিক্ষক জাফর সাদেক তুহিন, নীলফামারী সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আলমগীর হোসেন, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: ফিরোজ সরকার, জেলা বিসিকের সম্প্রসারণ অফিসার মো: কাজী আমানুজ্জামান, সহকারী সমাজসেবা অফিসার মো: ওয়াসিম ইসলাম, সহকারী যুব উন্নয়ন অফিসার মো: মনিরুজ্জামান আবু সহ অর্ধশতাধিক ঢাবিয়ান উপস্থিত ছিলেন।
এসময় নীলফামারীতে কর্মরত সাবেক ঢাবিয়ানরা স্মৃতিময় মুহূর্তগুলো তুলে ধরে
ও ঢাবিয়ান নীলফামারীর কার্যক্রম গতিশীলতা বৃদ্ধির জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে। এই সংগঠনের মাধ্যমে সামাজিক মুলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে বক্তারা জানান।
Leave a Reply