বাসুদেব রায়, ডোমার উপজেলা প্রতিনিধি:
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্মিলিত প্রয়াস’-এর উদ্যোগে নীলফামারী ডোমারের বামুনিয়ায় এলাকার প্রবীণদের নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আজ।
মঙ্গলবার (৭ই নভেম্বর) বিকালে উপজেলার বামুনিয়া ইউনিয়নের জব্বার মিয়ার মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
বাংলাদেশ শপ ওনার এন্ড বিজনেসম্যান সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় খেলাটির উদ্বোধন করেন—নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক।
ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে, ৫নং বামুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মমিনুর রহমানের তত্ত্বাবধানে ও গোমনাতী মহাবিদ্যালয়ের প্রভাষক গৌরাঙ্গ চন্দ্র রায়ের সমন্বয়ে এসময় বিশেষ অতিথি আরও হিসেবে উপস্থিত ছিলেন—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়লা আরজুমান বানু, ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার প্রমূখ।
ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে সাবেক চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেটের নেতৃত্বাধীন ‘যমুনেশ্বরী একাদশ’ ও সাইদুল ইসলামের নেতৃত্বাধীন ‘সন্দেশ একাদশ’। দুটি দলেরই প্রত্যেক খেলোয়াড়ের বয়স ৫০ বছরের ঊর্ধ্বে।
খেলাটি উপভোগ করতে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সী নারী-পুরুষকে দল বেঁধে খেলাটি বেশ উৎসাহের সাথে উপভোগ করতে দেখা যায়।
এবিষয়ে সন্দেশ দলের একজন খেলোয়াড়ের সাথে কথা হলে তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম যাতে মাদকের দিকে না ঝুঁকে খেলার মাঠে এসে সুস্থ্যধারার খেলাধুলার মাধ্যমে নিজের জীবনকে রাঙাতে পারে এবং বিনোদনের খোরাক হিসেবে নিতে পারে, এজন্য এই বয়সে আমাদের মাঠে আসা। এছাড়া নতুন প্রজন্ম যেন তাদের ঐতিহ্যকে ভুলে না যায়, সেই লক্ষ্যে এই খেলায় পঞ্চাশোর্ধদের অংশগ্রহণ।’
জানা যায়, গত বছর থেকে পঞ্চাশোর্ধ ব্যক্তিদের নিয়ে চারটি দলে বিভক্ত করে টুর্নামেন্টের মাধ্যমে সুস্থ্য ধারার বিনোদনের জন্য খেলাটি পরিচালনা করছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্মিলিত প্রয়াস’।
খেলার পর আলোচনা সভা শেষে বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়া অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের পুরষ্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Leave a Reply