বাসুদেব রায়, ডোমার উপজেলা প্রতিনিধি:
‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেট-এর গুরুত্ব’–এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেন ‘নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ’ শীর্ষক যুক্ত প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমারে তথ্য মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে আজ।
মঙ্গলবার (৭ই নভেম্বর) উপজেলা পরিষদ চত্বর থেকে নেটজ্ বাংলাদেশের সহায়তায়, উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও মানব কল্যাণ পরিষদের বাস্তবায়নে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমুখ।
পরে, তথ্য মেলা উপলক্ষ্যে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া একটি নাটক প্রদর্শন করা হয় এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply