কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী’র (এসওডি) উপর দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় বেসরকারি সংগঠন এএফএডি’র উদ্যোগে কুড়িগ্রাস সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরকে নিয়ে দিনব্যাপী ওরিয়েনেটশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
অনুষ্ঠানে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান’র সভাপতিত্বে মুল বক্তব্য উপস্থাপন করেন এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রব রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম আল্পনা প্রমুখ।
Leave a Reply