কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে একরামুল হক (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। একরামুল ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বালু বোঝাই ট্রাক্টরটি নিয়ে ফুলবাড়ী সদরের দিকে যাওয়ার পথে আছিয়ার বাজার এলাকায় পৌঁছিলে হঠাৎ পিছনের চাকার বেয়ারিং ভেঙ্গে যায়। পরে ট্রাক্টরটি রাস্তার পাশে দাঁড় করিয়ে জগ লাগিয়ে চাকা খুলতে শুরু করেন।এ সময় জগ থেকে পিছলে বালু বোঝাই ট্রাক্টরটি চালক একরামুলের উপর পড়লে তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও তাকে ট্রাক্টরের নিচ থেকে বের করতে না পারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply