মোঃ জাহিদ হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“দেশের নদী দেশের প্রাণ, দেশ বাঁচাতে নদী বাঁচান” এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় কেসি রোডের গুনাইগাছ ব্রিজে গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি উপজেলা শাখার সভাপতি আপন আলমগীর, গ্রীন ভয়েস উপজেলা শাখার উপদেষ্টা রফিকুল ইসলাম আনসারী, সভাপতি সাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরছালিন ইসলাম, জেলা কমিটির সদস্য নূরনবী সরকার প্রমূখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেয়। এ সময় বক্তারা উলিপুরের বুক চিরে বয়ে যাওয়া বুড়ি-তিস্তা সহ দেশের সকল নদী দখল, দুষনমুক্ত ও নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করার দাবি জানান।
Leave a Reply