বাসুদেব রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডোমারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রায়হান বারী, মেডিকেল অফিসার রুবিনা আফরোজ,স্যানিটারি ইন্সপেক্টর আলামিন রহমান প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার ১০টি ইউনিয়নে ও একটি পৌরসভায় ২৪০টি টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলছে।৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (দুই লাখ আইইউ) খাওয়ানো হচ্ছে।এবার ডোমার উপজেলায় প্রায় ৪৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
Leave a Reply