সিহাব হাচান শাসন, স্টাফ রির্পোটারঃ
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারী) প্রথম প্রহরে ডোমার কেন্দ্রীয় শহীদ মিনারে নীলফামারীর ডোমারে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেছে মুক্তিযুদ্ধের চেতনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে এরপর ডোমার ধানা, ডোমার উপজেলা আনসার ও ভিডিপি, ডোমার উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স, বাংলাদেশ আওয়ামী লীগ ডোমার উপজেলা শাখা, ছাত্রলীগ সহ অন্যান্য রাজনৈতিক সংগঠন, প্রেস ক্লাব, বাংলাদেশ প্রেস ক্লাব ডোমার উপজেলা শাখা, বিভিন্ন সরকারী দপ্তর, বেসরকারী সংস্থা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পরে, সকল ভাষা শহীদদের স্মরণে ও তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন নেতৃবৃন্দরা।
Leave a Reply