স্টাফ রিপোর্টার, মোঃ রাকিবঃ
নওগাঁর পোরশা থানাধীন সরাইগাছি বাজার এলাকা হতে ঋণ দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এর অভিযোগে কথিত এনজিও SACO (Social Advancement Committee Organisation) এর মূলহোতা নির্বাহী পরিচালক মোঃ মাসুদ রানা, ও মাঠকর্মী মোঃ তোফাজ্জল হোসেন নামে ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব -৫ সিপিসি ৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল।
আজ সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব -৫ সিপিসি ৩ জয়পুরহাট র্যাব ক্যাম্প।
র্যাব জানায়,মোঃ মাসুদ রানা, মোঃ জহুরুল ইসলাম ও মোঃ তোফাজ্জল হোসেন নওগাঁ জেলার সরাইগাছি বাজারে একটি অফিস ভাড়া নিয়ে সাকো SACO (Social Advancement Committee Organisation) নামে একটি এনজিও খুলে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার সাধারণ মানুষের কাছ থেকে মাসিক মুনাফার প্রলোভন দেখিয়ে জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে এফ ডি আর খুলে লক্ষ লক্ষ টাকা আদায় করে। শুরুতে অনেক ব্যক্তিকে প্রথম দুই এক মাস মুনাফা প্রদান করে এবং পরবর্তীতে মুনাফা প্রদান করা বন্ধ করে দেয়। ফলে গ্রাহকেরা তাদের জমাকৃত টাকা ফেরত চাইলে তারা টাকা দিতে টালবাহানা শুরু করে। এরকম ভুক্তভোগীদের মধ্যে মোঃ শাহাবুদ্দিন, আমিনুল ও আমানুল্লাহ সাকো এনজিওকে সাড়ে দশ লক্ষ টাকা প্রতি মাসে তাদের লাখে ১০ হাজার টাকা দেওয়া হবে মর্মে প্রদান করে। এরপর কথিত সাকো এনজিও এর এমডি মূলহোতা মোঃ মাসুদ রানা ও নির্বাহী পরিচালক মোঃ জহুরুল ইসলামের কাছে মুনাফা চাইতে গেলে তারা টাকা প্রদানে টালবাহানা শুরু করে। পরে আসল টাকা ফেরত চাইলে কালক্ষেপণ করে কিন্তু টাকা ফেরত দেয় না। এ ব্যাপারে নওগাঁ জেলার সাপাহার ও পোরশার প্রায় আট দশ জন ভুক্তভোগী র্যাব ক্যাম্প জয়পুরহাটে সাকো এনজিও প্রতারণা করছে বলে অভিযোগ করে। অভিযোগ পেয়ে সরাইগাছি বাজারে অভিযান চালিয়ে হাতে নাতে জুডিশিয়াল ও নন জুডিশিয়াল স্ট্যাম্পসহ সাকো এর এমডি মোঃ মাসুদ রানা, ও মাঠকর্মী মোঃ তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করে র্যাব। এবিষয়ে ভূক্তভোগীরা বাদী হয়ে নওগাঁ জেলার পোরশা থানায় গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে প্রতারনা মামলা দায়ের করেন।
Leave a Reply