কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হল রুমে ইউএনও শোভন রাংসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ফিরোজ আলম মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমজাদ হোসেন তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম ডি ফয়জার রহমান প্রমুখ। শেষে ৪৫৩ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।
Leave a Reply