1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 7, 2024, 10:31 am

ডোমারের ৬টি কেন্দ্রে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষাl

Reporter Name
  • Update Time : Sunday, November 6, 2022
  • 210 Time View
 সিহাব হাচান শাসন,  স্টাফ রিপোর্টার:
সারাদেশে একযোগে এবছরের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা শুরু হয়েছে আজ। দিনাজপুর ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় নীলফামারীর ডোমার উপজেলার ৬টি কেন্দ্রে প্রায় তিন হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। রোববার (৬ই নভেম্বর) সকাল ১১টায় এইচএসসি ও সমমানের বাংলা প্রথম পত্র এবং আলিমের কুরআন মজিদ পরীক্ষা শুরু হয়। ২ ঘণ্টার পরীক্ষায় ২০ মিনিট বহুনির্বাচনি প্রশ্নোত্তর ও ১ ঘণ্টা ৪০ মিনিটে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডোমার উপজেলার এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলো হলো—ডোমার সরকারী কলেজ, ডোমার মহিলা ডিগ্রী কলেজ, ডোমার বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বোড়াগাড়ী), ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, চিলাহাটি সরকারী কলেজ ও চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ। এবিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম জানান, পরীক্ষায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার ৬টি কেন্দ্রের আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা ও প্রস্তুতি নিতে প্রশাসনের পক্ষ থেকে উপজেলায় উচ্চশব্দে গান-বাজনা কিংবা অন্যান্য অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV