নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী জেলা পরিষদে বিপুল ভোটে নির্বাচিত হলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক। তিনি ভোট পেয়েছেন ৫শত ৪৪ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন তিনি ভোট পেয়েছেন ৩শত ৮ ভোট। এই বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, এই বিজয় শুধু আওয়ামী লীগের নয় এই বিজয় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের বিজয়।জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের কাছে যেকোনো শক্তি পরাজয় ঘটে তারই প্রমাণ এই জেলা পরিষদে শেখ হাসিনা মনোনীত প্রার্থীর বিজয়ে। সাধারণ সদস্য পদে সাইদুল ইসলাম এ্যাপোলো, মঞ্জুর আহমেদ ডন,ফেরদৌস পারভেজ, মিজানুর রহমান লিটন, ফাতেমা আকতার ও মোশাররফ হোসেন। মহিলা সংরক্ষিত সদস্য হয়েছেন ইশরাত জাহান পল্লবী এবং মেহেরুন আকতার পলিন।
Leave a Reply