নিজস্ব প্রতিনিধিঃঃ
নীলফামারী ডিমলা উপজেলার ৬ নং নাউতারা ইউনিয়ন সাতজন দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির ভোট গ্রহন সুস্থভাবে অনুষ্ঠিত হয়।
২০ আগষ্ট অনুষ্ঠিত এ ভোটে প্রিজাইডিং এর দায়িত্ব পালনকারী একাডেমিক সুপারভাইজার বোরহান উদ্দিন ও সহকারি প্রিজাইডিং সন্তোষ কুমার রায়ের তথ্যমতে সরকারী বিধি মেনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে মোট অভিভাবক ভোটার ছিল ১৭০টি। ভূত সংখ্যা একটি ছিল১টি। ভোট পোল হয়েছে ১০৯ বাতিল হয়েছে ৪ এর মধ্যে মোঃ আইয়ুব পেয়েছে ৯৪, দুদু মিয়া পেয়েছেন ৯২, অশরাফ আলী পেয়েছেন ৮৯। এবতেদায়ী শাখা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান ও ফেন্সি বেগম।
এসময় ভোটারগণ বলেন আমার ভোট আমি দেব দেখে শুনে বুঝে দেব। খুব ভালো লাগছে ভোটের মাধ্যমে আমরা আমাদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারছি। ভোট আমাদের নাগরিক অধিকার তা আজ দিতে পেরে খুব ভালো লাগছে।তবে আরো ভাল লাগতো যদি বেশি প্রতিদ্ধনী থাকতো। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ উপস্থিতি ছিলেন। এছাড়াও ভোট সেন্টার প্রদর্শন করেছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি। এতে চেয়ারম্যান বলেন গার্ডিয়ান ছাড়া যেমন একটি পরিবার চলতে পারে না তেমনি পরিচালনা কমিটি ছাড়া একটি শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারেন না।
Leave a Reply