মোহাম্মদ আলী সানু নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারী ডিমলা উপজেলা ৭ নং খালিশা চাপানি ইউনিয়ন পূর্ববাইশ পুকুর বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন (ভইসাল) বার্ধক্য জনিত কারণে গত কাল সন্ধ্যা সাড়ে সাত টায়,তাঁর নিজ বাড়িতে মৃত্য বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল (৯০) বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়ে স্ত্রী সহ হাজারও গুনগ্রাহী রেখে যান। ৮ জুন সাড়ে ১১টায় পৃর্ববাইশ পুকুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হওয়ার পূর্বে তাঁর কফিনে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা কমান্ড পুষ্পমাল্য অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পণ শেষে মরহুমের মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্মৃতি চরণ ও রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার বেলায়েত হোসেন। এতে আরও বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ লাইছুর রহমান, চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকার, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সামসুল হক প্রমূখ। আলোচনা শেষে স্বসস্ত্র ছালাম ও রাষ্ট্রীয় সম্মান সমমাননা প্রদান করা হয় এবং জানাযা নামাজ শেষে পারিবারিক কবরে সমাহিত করা হয়। অপর দিকে নির্বাহী অফিসার বেলায়েত হোসেন একই এলাকার তিস্তা নদী গর্বে বিলিন হওয়া নির্মানাধীন “আর’ বাঁধ পরিদর্শন করেন।
Leave a Reply