1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 24, 2024, 9:45 am

কুড়িগ্রামে ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

Reporter Name
  • Update Time : Wednesday, April 27, 2022
  • 267 Time View
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে শত শত বিভিন্ন প্রজাতির গাছ ও বাঁশ ঝাড়। বুধবার রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে ঝড়ের দমকা হাওয়ায় উঠতি ইরি বোরো ধান মাটিতে নেতিয়ে পড়ে। কাঁচা ও আধাপাকা ধান জমিতে নেতিয়ে যাওয়ায় ক্ষতির আশংকায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছে উপজেলার কৃষকরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কালবেশাখী ঝড়ের কারণে শত শত গাছ-পালা ও বাঁশ ঝাড় উপড়ে পড়াসহ বেশ কিছু গাছের ডাল পালা ভেঙ্গে গেছে। উপজেলার বেলের ভিটা এলাকার কৃষক আব্দুর রাজ্জাক জানান, তিনি ৩ বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছেন। কিন্তু হটাৎ কালবৈশাখীর তান্ডবে বেশির ভাগ জমির ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। একই এলাকার কৃষক আকবর আলী বলেন, ঝড়ে তারও ২ বিঘা জমির ধান ক্ষতিগ্রস্থ হয়েছে।
কৃষি অফিস সুত্রে জানাগেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ৬ হাজার ৭’শ হেক্টও জমিতে ইরি- বোরো চাষ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাস বলেন, ঝড়ে ১৫০ হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ছাড়াও ভুট্টা ২৫ হেক্টর ক্ষতিগ্রস্থ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV