1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
March 27, 2024, 4:41 pm

ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের জন্য শক্তিশালী প্লাটফর্ম অনলাইন গ্রুপ “আমরা-ই উদ্যোক্তা”

Reporter Name
  • Update Time : Saturday, March 26, 2022
  • 270 Time View
 মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 
ঠাকুরগাঁওয়ে নতুন নারী উদ্যোক্তা তৈরী হচ্ছে অনলাইন প্লাটফর্ম  গ্রুপ ”আমরাই-ই উদ্যোক্তা”র মাধ্যমে।  গ্রুপের উদ্যোক্তাগণ অনলাইনের মাধ্যমে নিজেদের ব্যবসায়িক প্রচার এবং ক্রয়-বিক্রয়ের মাধ্যমে নিজেদের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা চালিয়ে আসছেন। অনলাইন মাধ্যমের জনপ্রিয় এই ‘সেলস’  গ্রুপটির সদস্যরা ৪০ জন সফল উদ্যোক্তাকে নিয়ে ১ বছর পূর্তিতে মিট আপের আয়োজন করেছিল। এ বছরও আর বৃহৎ পরিসরে মিট আপের আয়োজন করবেন বলে জানান  গ্রুপের এডমিন রোখসানা জাহান অন্তরা।
পূর্তি ও মিট আপ অনুষ্ঠানে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল। পরে সেরা নারী উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দন ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য সেরা নারী উদ্যোক্তা কারুপণ্যের স্বত্তাধিকারী চন্দনা ঘোষ।
পৌর শহরের আশ্রমপাড়া মহল্লার সফল নারী উদ্যোক্তা ও  গ্রুপ এডমিন রুখসানা জাহান অন্তরা বলেন, ২০২০ সালের ২৫ মে  গ্রুপটি খোলা হয়। আমিসহ ৫ জন মোডারেটর বর্তমানে  গ্রুপটি নিয়ন্ত্রণ করছি। বর্তমানে সদস্য সংখ্যা ৩১ হাজার। সেলারদের জন্য  গ্রুপে তেমন কোন নিয়ম না থাকলেও প্রতি ৩ মাস পর পর তাদের নতুন বিভিন্ন ধরনের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে হয়।  গ্রুপে নারী উদ্যোক্তার সংখ্যাই বেশি।
অন্তরা আরও বলেন, নারীরা নিজ বাসায় বসে বিভিন্ন প্রকার পন্য তৈরী করছে। সেগুলো  গ্রুপের মাধ্যমে প্রদর্শনের ফলে নিজের হাতের বানানো এসব পন্য খুব সহজেই ক্রেতাদের নজরে এনে বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। পৌর শহরের আস্থা কালেকশন, আরিফা, জাকিয়া আফরিন, তারেক জামাল, তনয়, তানভিরসহ বেশ কয়েকজন সফল উদ্যোক্তা কয়েক লক্ষাধিক টাকা সেল করেছেন। এছাড়াও আরও কয়েকশ উদ্যোক্তা বিভিন্ন প্রকার নিজেদের ও আমদানীকৃত পন্য সমাগ্রী  গ্রুপে পোস্টের মাধ্যমে বিক্রয় করেও লাভবান হচ্ছেন বলে জানান তিনি।
আগামী ২৫ মে ২য় বর্ষপূর্তি উপলক্ষে  গ্রুপের সদস্য, উদ্যোক্তা, অনলাইন-অফলাইন ব্যবসায়িদের নিয়ে বৃহৎ আকারে মিট আপের আয়োজন করা হবে। সেখানে সেরা উদ্যোক্তাদের ক্রেস্ট, সম্মাননা সনদপত্র প্রদানের মাধ্যমে  গ্রুপটিকে আরও শক্তিশালী করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে ঠাকুরগাঁওয়ের নারী উদ্যোক্তাদের পুরো দেশব্যাপী পরিচিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান  গ্রুপ এডমিন রোখসানা জাহান অন্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV