নিজস্ব প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ৫০ বছরপূর্তি উপলক্ষে তিস্তা ডিগ্রি কলেজ আয়োজনে, যথাযোগ্য মর্যাদায় মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বিষয়ক এক আলোচনা সভা, বঙ্গবন্ধুর ভাষণ, বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান সহ জনসচেতনতা মূলক নাটক অনুষ্ঠিত হয়। ১২ মার্চ সকালে কলেজ হলরুমে অত্র কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী এর সভাপতিত্বে, প্রভাষক শ্যামল কুমার রায় ও শফিকুল ইসলাম এর যৌথ উপস্থাপনায়, বক্তব্য রাখেন ৭ নং খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার। তিনি বলেন এ দেশ আপনার আমার সবার, দেশের জন্য লড়াই করে যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন আমরা তাদের ভুলবনা।ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য তিনি বলেন তোমরা একদিন অনেক বড় হবে।এর জন্য লেখা পড়া ও সুশিক্ষা অর্জন করতে হবে। এতে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব হোসেন, অভিভাবক সদস্য আলহাজ্ব আব্দুল খালেক, বিদ্যুৎসাহী সদস্য তামজিদার রহমান তামজিদ, সহকারী অধ্যাপক মাহবুবর রহমান, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, শাহাদাৎ হোসেন প্রমূখ। সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিচারকের দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক নুর বেলাল, প্রশান্ত নারায়ণ ও সমাপ্তি রায়। আলোচনা শেষে বীরমুক্তিযোদ্ধা সম্মাননা স্মারক এবং অনুষ্ঠানে বিজয়ীসহ সকলকে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়
Leave a Reply