মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ৫০ তম জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরুস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে স্থানীয় এস,এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহতাব হোসেন,উপজেলা একাডেমি সুপার ভাইজার হুমায়ূন কবির,পলাশবাড়ী এস,এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশিল চন্দ্র সরকার , আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ঢোলভাঙা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক -শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরুস্কার বিতরণ করেন।
Leave a Reply