কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ পালিত হয়েছে। মঙ্গলবার(১ মার্চ) সকালে পুলিশ লাইনে পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
পরে পুলিশ লাইন্স ফোর্সেস মেসে অনুষ্ঠিত আলোচনা সভায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়।
পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, জেলা পুলিশ সবসময় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের খোঁজ খবর ও সহযোগিতা প্রদান করে আসছে।
অনুৃষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply