1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
March 28, 2024, 3:11 am

নওগাঁয় পুলিশের তৎপরতায় দ্রুত সময়ে আন্তজেলা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের ০৭ সদস্য গ্রেফতার ও ১০ (দশ) টি চোরাই মোটর সাইকেল উদ্ধার

Reporter Name
  • Update Time : Tuesday, February 15, 2022
  • 404 Time View

স্টাফ রিপোটার (রাকিব)ঃ

নওগাঁয় পুলিশের তৎপরতায় দ্রুত সময়ে আন্তঃজেলা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের ০৭ সদস্য গ্রেফতার ও ১০ (দশ) টি চোরাই মোটর সাইকেল উদ্ধার। আজ ১৪/০২/২০২২ ইং তারিখ সময় ১২.০০ ঘটিকায় স্থান- নওগাঁ সদর মডেল থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব মোঃ গাজিউর রহমান পিপিএম জানান যে, গত ইং ০২/০২/২০২২ ইং তারিখ বিকেল আনুমানিক ০৩.০০ ঘটিকার সময় নওগাঁ সদর মডেল থানাধীন চকগৌরি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন টিএমএসএস এনজিও গেটের সামনে হইতে বাদী মোঃ ফরিদুল ইসলাম (৩২), পিতা- মোঃ বানু মন্ডল, সাং- চোয়ারপাড়া, থানা-ধুনট, জেলা- বগুড়া এর ব্যবহৃত একটি সুজকি হায়াতে ১১০ সিসি মটরসাইকেল চুরি হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানার মামলা নং-১০, তারিখ- ০৫/০২/২০২২ ইং ধারা-৩৭৯ পেনাল কোড ‍রুজু হয়। পরবর্তীতে উক্ত মামলার সূত্র ধরে নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আব্দুল মান্নান মিয়া বিপিএম স্যারের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাবিনা ইয়াসমিন, অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জুয়েল গণের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ রাজিবুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব মোঃ আব্দুল গফুর, এসআই (নিরস্ত্র), মোঃ নাজমুল জান্নাত শাহ, এসআই (নিরস্ত্র), মোঃ রবিউল ইসলাম, এসআই (নিরস্ত্র), মোঃ উজ্জল হোসেন, এসআই (নিরস্ত্র), মোঃ মাহফুজার রহমান, এএসআই (নিরস্ত্র), মোঃ আহসান হাবীব, এএসআই (নিরস্ত্র), মোঃ আলমগীর কবীর, এএসআই (নিরস্ত্র), মোঃ মুক্তার হোসেন, এএসআই (নিরস্ত্র), মোঃ নুরন্নবী ফিরোজ সহ মামলা তদন্তকারী অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলাম, অন্যান্য অফিসার ও ফোর্সগণ নওগাঁ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে গোপন সোর্সের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া মোটর সাইকেল চোরচক্রের মূল ঘটনার সহিত জড়িত আসামী ১। মোঃ জালাল মোল্লা (২৬), পিতা- মোঃ বাবু মোল্লা, সাং- খাস নওগাঁ (ইদুর বটতলী), ২। এস এম গোলাম রব্বানী ওরফে লাল চান (৩৬), পিতা- মৃত মেহের আলী, সাং- খাস নওগাঁ (চকইলাম), ৩। মোঃ নাজিম উদ্দিন সরদার (৬৫), পিতা- মৃত জহির উদ্দীন সরদার, ৪। মোঃ ইমরান হোসেন (৩৫), পিতা- মোঃ নাজিম উদ্দিন সরদার উভয়ের সাং-মধ্যদূর্গাপুর (হাজীপাড়া), ৫। মোঃ শরীফ হোসেন (৩১), পিতা- মোঃ মনটু প্রাং, সাং- মকরামপুর (মধ্যপাড়া), ৬। মোঃ নাহিদ হোসেন (২৫), পিতা- মোঃ বুলু, সাং-চকবাড়িয়া (মধ্যপাড়া), ৭। মোঃ নুরুল ইসলাম (৪৯), পিতা- মৃত জহুরুল হক ওরফে জহুরুল মুন্সি, সাং- চকমুক্তার (বউ বাজার), সর্ব থানা ও জেলা- নওগাঁগণকে ইং ১৩/০২/০২২ তারিখে নওগাঁ শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয় এবং তাহাদের হেফাজত হইতে বাদীর চুরি যাওয়া মোটরসাইকেল সহ বিভিন্ন সময় চোরাইকৃত মোট ১০ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। ধৃত আসামীগণ আন্তজেলা মোটর সাইকেল চোর দলের সক্রিয় সদস্য এবং প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে। উপরোক্ত আসামীগণ কৌশলে বিভিন্ন জায়গা হইতে মোটরসাইকেল চুরি করিয়া মোটারসাইকেলের রং পরিবর্তন, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার অভার লেপিং করিয়া দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করিয়া আসিতেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV