কুড়িগ্রাম প্রতিনিধি:
দেশের শিল্প জগাতের পুরোধা, অন্যতম বৃহৎ যমুনা গ্রুপের সাবেক চেয়ারম্যান, দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দৈনিক যুগান্তর কুড়িগ্রাম স্বজন সমাবেশের আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট এসএম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক ছানালাল বকসী, শফিকুল ইসলাম বেবু, শ্যামল ভৌমিক, হাসিবুর রহমান হাসিব প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের কুড়িগ্রাম প্রতিনিধি এডভোকেট আহসান হাবীব নীলু।
পরে মরহুমের দোয়া মাহফিলে সাংবাদিক, সমাজকর্মীসহ সুশিল সমাজের প্রতিনিধিগণ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
Leave a Reply