কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সেকেন্দার হোসেন বাবলু (৩৭) নামের এক যুবকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গত ১০-১২ দিন থেকে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা গুলোতে অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারটি সংবাদ প্রকাশ হওয়ায় নড়েচড়ে বসে প্রশাসন। এরই সূত্রধরে গতকাল শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার বলদমারা ব্রহ্মপুত্র নদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস।
রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনে বার বার নিষেধ করা সত্ত্বেও বালু উত্তোলন করার অপরাধে সেকেন্দার হোসেন বাবলু (৩৭) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
Leave a Reply