কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ৫’শ শীতার্ত অসহায় মানুষকে কম্বল দিয়েছেন কুড়িগ্রামের সাবেক পুলিশ সুপার ও বর্তমান পাবনার এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে এসব কম্বল বিতরন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু,অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন, প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু,সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক হুমায়ূন কবির সুর্য, রেজাউল করিম রেজা,বাদশা সৈকত, ওয়াহিদুজ্জামান তুহিন প্রমুখ।
অসহায় মানুষকে মানবিক সহায়তায় পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম কে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, মহিবুল ইসলাম খান বিপিএম কুড়িগ্রামে এসপি থাকাকালীন বন্যা, শীত, করোনাসহ বিভিন্ন দূর্যোগে এ জেলার মানুষকে সহযোগীতা করেছিলেন।বিদায় বেলায় তিনি প্রত্যেক উপজেলায় গিয়ে কম্বল বিতরন করেছিলেন।পাবনায় থাকলেও তিনি ভুলেনি এ জেলার মানুষকে।এমন মানবিক কর্মকান্ডে তিনি কুড়িগ্রামবাসীর মনেপ্রাণে স্থান করে নিয়েছেন।
Leave a Reply