1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
March 27, 2024, 3:12 pm

নীলফামারী জেলা পুলিশের জানুয়ারি ২০২১ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ২৫ জনুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ,,,,,,,,,

Reporter Name
  • Update Time : Tuesday, January 26, 2021
  • 438 Time View

স্টাফ রিপোর্টারঃ

 

নীলফামারী_জেলা_পুলিশের_জানুয়ারি_২০২১_মাসের_মাসিক_কল্যাণ_সভা_অনুষ্ঠিত ২৫ জনুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ সকাল ১১ঃ০০ ঘটিকায় পুলিশ সুপার, নীলফামারী ,মোহাম্মদ_মোখলেছুর_রহমান_বিপিএম_পিপিএম_মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিলসেডে জানুয়ারি-২০২১ মাসের কল্যান সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভার শুরুতে অফিসার ও ফোর্স সম্প্রতি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ,পুলিশ_সুপার_মহোদয়ের_কাছে_তুলে_ধরেন তাঁরা বলেন জেলা পুলিশ তথা পুলিশ লাইন্সে প্রযুক্তিগত উন্নয়ন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন,পুলিশ লাইন্স নীলফামারীর পুলিশ সদস্যদের ব্যারাক,সদর-থানা, কিশোরগঞ্জ ও ডিমলা থানার উন্নয়ন, ডিসিপ্লিন ও পোশাক পরিধানের ক্ষেত্রে পুলিশ সদস্যদের সচেতনতা বৃদ্ধি,পুলিশ অফিসারদের তদন্তে কাজের অগ্রগতি, ট্রাফিক ব্যবস্থাপনা সহ করোনা মোকাবেলায় জেলা পুলিশের সাফল্য গুলো পুলিশ সদস্যরা তুলে ধরে। এ_সময়_পুলিশ_সুপার_মহোদয়_তাঁর_বক্তব্যে_বলেন কল্যাণ সভায় অফিসার-ফোর্স স্বতঃস্ফূর্তভাবে কথা বলায় তিনি সকলকে ধন্যবাদ জানান। পুলিশ লাইন্সের পরিষ্কার- পরিছন্নতা,ফোর্সদে ডিসিপ্লিন ও প্রযুক্তিগত উন্নয়ন, বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন এই সফলতা কৃতিত্ব টিম নীলফামারীর। নীলফামারী, কিশোরগঞ্জ ও ডিমলা থানার চলমান উন্নয়ন কাজের সহযোগিতা করায় অফিসার ইনচার্জ সহ উক্ত থানায় কর্তব্যরত সকল পদমর্যাদা সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান পুলিশ সুপার মহোদয়। এছাড়াও_পুলিশ_সুপার_মহোদয় জেলা পুলিশ সদস্যদের কল্যাণে উপস্থাপিত সকল প্রস্তাবনা মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন। সবশেষে_পুলিশ_সুপার_মহোদয়_বলেন জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের উপর অর্পিত দায়িত্ব আপনারা পেশাদারিত্বের সাথে সঠিকভাবে পালন করেন যাবেন। কল্যাণ সভায় চাকরি থেকে অবসর গ্রহণ করায় এসআই (সশস্ত্র) জনাব গোলাম মোস্তফা ও এসআই (নিরস্ত্র) জনাব মোঃ জবিরুল ইসলাম শাহ্ #অবসরজনিত কারণে তাঁদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার মহোদয়। সভাপতি মহোদয় বাংলাদেশ পুলিশ বাহিনীতে তাদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং অবসর জীবন সুস্থ ও সুন্দরভাবে কাটুক জেলা পুলিশের পক্ষ থেকে এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিদায়ী পুলিশ সদস্যদেরকে আশ্বস্ত করেন যে তাঁরা সবসময় জেলা পুলিশ, নীলফামারীকে তাদের পাশে পাবেন। কল্যাণ_সভায়_পুলিশ_সুপার_মহোদয় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্য ও চাকুরী থেকে অবসর গ্রহণকরী অক্ষম ২৮ জন পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল হতে মাসিক ভাতা প্রদানের চেক তুলে দেন। কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন জনাব জয়ব্রত পাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ডোমার সার্কেল, নীলফামারী সহ সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ডিআইও ১, ট্রাফিক ইন্সপেক্টর, আর-আই, আরওআই এবং জেলার বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার অফিসার-ফোর্স। উক্ত_কল্যাণ_সভায়_সঞ্চালনায়_ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর),নীলফামারী । তিনি কল্যাণ সভার শুরুতে বিগত মাসের কল্যাণ সভায় উত্থাপিত প্রস্তাব সমূহের বাস্তবায়ন অগ্রগতি সবার মাঝে তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV