1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 25, 2024, 11:52 pm

নীলফামারীর জলঢাকায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,,,

Reporter Name
  • Update Time : Sunday, January 24, 2021
  • 552 Time View

স্টাফ রিপোর্টার,,,,,,,,

নীলফামারীর জলঢাকায় মুজিববর্ষ উপলক্ষে ১৯১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শনিবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয় গণভবন থেকে বিভিন্ন জেলা উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে সংশ্লীষ্ট কর্মকর্তাদের ঘর ও দলিল হস্তান্তরের নির্দেশ দেন। এরই অংশ হিসাবে শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী -৩ আসনের জাতীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল। সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া, তদন্ত ওসি ফজলুর রহমান, এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ, ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মইনুল হক,উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ এ এইচ এম রেজওয়ানুল কবীর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, সমাজ সেবা অফিস মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক তহমিদার রহমান মিলন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, মুজিবর্বষ উপলক্ষে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবার দের জন্য সারা বাংলাদেশে ৬৯ হাজার ৯শত ৪টি আশ্রয়হীন পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহন করেন। আমাদের উপজেলায় ৬ টি ইউনিয়নের ১৯১ টি পরিবারকে ২ শতাংশ জমির দলিল পত্রদিয়ে বাংলাদেশে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ জন্য জলঢাকা বাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনা সরকারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য উপজেলার ধর্মপাল ইউনিয়নে ১২ টি, গোলনায় ইউনিয়নে ২৭, শিমুলবাড়ি ইউনিয়নে ২০টি,মীরগঞ্জ ইউনিয়নে ২৬টি, কৈমারী ইউনিয়নে ৪১টি, শৌলমারী ইউনিয়নে ১৫টিসহ গড় ধর্মপালের আশ্রয় ব্যারাকে ৫০ টি নির্মান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV